• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গৃহবধূ আত্মহত্যার ঘটনায় স্বামী, স্বশুর ও শাশুড়ি বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে অনন্যা বড়ুয়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাপের বাড়ী পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অনন্যার পিতা বিপ্লব বড়ুয়া এই ঘটনায় চন্দনাইশ থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করেন, অন্য পুরুষের সাথে প্রেম করছে সন্দেহ করে অনন্যাকে নির্যাতন করত স্বশুর বাড়ীর লোকেরা এবং প্রতিনিয়ত মানসিক নির্যাতন করার ফলে সে আত্মহত্যা করে, তিনি শেষ পর্যন্ত মেয়েকে মেরেই ফেলা হয়েছে দাবি অনন্যার বাবার তিনি বলেন, মানসিক নির্যাতনে ঘটা 'আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।'

অনন্যার শ্বশুর বাড়ীর আশে পাশের লোক জন জানান, সকাল থেকে অনন্যার ঘরের দরজা বন্ধ ছিল। এক পর্যায়ে তার সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট জানা যায়নি । জানা যায়, নিহত অনন্যা বড়ুয়া উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল বড়ুয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর নিহত অনন্যার বাবা বিপ্লব বড়ুয়া বাদি হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছে বলে জানায় পুলিশ।

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইখতিয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সকালে খবর পেয়ে আমরা নিহত অনন্যা বড়ুয়া অর্নার লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অনন্যার স্বামী রাসেল বড়ুয়ার এবং অভিযুক্ত কারো সাথে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads